পাল্টে যেতে পারে পোস্ট ম্যানদের নাম!
কিন্তু এবার কয়েকশো বছর ধরে চলা ডাকবিভাগের "পোস্টম্যান " শব্দটি হয়তো এইবার পাল্টে যেতে চলেছে । লিঙ্গ বৈষম্য দূর করতেই ডাকবিভাগ এই বার “পোস্টপারসন” শব্দটি ব্যবহার করতে চলেছেন ।
তথ্য প্রযুক্তি সংক্রান্ত সংসদে স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর এই নিয়ে ডাক বিভাগ কে একটি সুপারিশ পাঠিয়েছেন । "ডাকিয়া" শব্দটিও পরিবর্তিত হতে পারে ।
