Header Ads

পাল্টে যেতে পারে পোস্ট ম্যানদের নাম!


নজরবন্দি ব্যুরোঃ ডাক বাবু বা পোস্ট ম্যান। খুব পরিচিত একটি নাম। যা আমার ছোট্ট বেলা থেকে শুনে আসছি।
কিন্তু এবার কয়েকশো বছর ধরে চলা ডাকবিভাগের "পোস্টম্যান " শব্দটি হয়তো এইবার পাল্টে যেতে চলেছে লিঙ্গ বৈষম্য দূর করতেই ডাকবিভাগ এই বার পোস্টপারসন শব্দটি ব্যবহার করতে চলেছেন  



তথ্য প্রযুক্তি সংক্রান্ত সংসদে স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর এই নিয়ে ডাক বিভাগ কে একটি সুপারিশ পাঠিয়েছেন "ডাকিয়া" শব্দটিও পরিবর্তিত হতে পারে

Theme images by lishenjun. Powered by Blogger.