মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে উপনির্বাচনে বড় ধাক্কা খেল বিজেপি।
নজরবন্দি ব্যুরোঃ মধ্যপ্রদেশে পুর নির্বাচনে ধাক্কা বিজেপির। ১৩ জেলায় ছড়িয়ে থাকা পুরসভাগুলির ১৪ টি আসনের উপনির্বাচনে কংগ্রেস দখল করেছে ৯ টি আসন। সবচেয়ে উল্লেখযোগ্য কংগ্রেস বিজেপির থেকে ৩ টি আসন ছিনিয়ে নিয়েছে।
শাসক বিজেপি জিতেছে মাত্র ৪ টি আসনে। একটি আসন দখল করেছে নির্দলীয়রা। এই আসনগুলিতে নির্বাচন হয়েছিল ৩ অগাস্ট কয়েকমাস পরেই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। রাজ্যে চলছে প্রস্তুতি। বিভিন্ন রাজনৈতিক দলের আনাগোনা বেড়ে গিয়েছে। এরইমধ্যে নির্বাচনে ধাক্কা খেল শাসক বিজেপি। মোদীর দলের কাছ থেকে ৩ টি আসন ছিনিয়ে নিয়েছে রাহুলের দল।
রাজ্যের ১৩ টি জেলায় ছড়িয়ে থাকা পুরসভাগুলির ১৪ টি আসনের উপনির্বাচন হয়েছিল ৩ অগাস্ট। সেখানে কংগ্রেস পেয়েছে ৯টি আসন। কংগ্রেসের দাবি, নির্বাচনের এই ফল প্রমাণ করে, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের জনপ্রিয়তা কমছে। পাল্টা বিজেপির দাবি, এই নির্বাচন দিয়ে মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা যাচাই করা যায় না।
