বিশ্বে মহিলা খেলোয়াড়দের মধ্যে সবথেকে বেশি আয়ের তালিকায় সিন্ধু ৭ নম্বরে!
নজরবন্দি ব্যুরোঃ মহিলা খেলোয়াড়দের মধ্যে সবথেকে বেশি আয়ে এখন ভারতের এই ব্যাডমিন্টন তারকা বিশ্বে সাত নম্বরে। তাঁর আয় ৮৫ লক্ষ ডলার (প্রায় ৬০ কোটি টাকা)।
শীর্ষে সেরেনা উইলিয়ামস। তাঁর আয় ১ কোটি ৮১ লক্ষ ডলার (প্রায় ১২৬ কোটি টাকা)। প্রথম দশে সিন্ধু এবং রেসিং ড্রাইভার ড্যানিসা প্যাট্রিক ছাড়া বাকি সবাই টেনিস খেলোয়াড়। প্রথম পাঁচে রয়েছেন ক্যারলিন ওজনিয়াকি, স্লোন স্টিফেন্স, গারবিন মুগুরুজা, মারিয়া শারাপোভা।

No comments