তৃণমূলে যোগ দিয়েই গুরুত্বপূর্ণ পদ পেলেন প্রাক্তন মন্ত্রী!
নজরবন্দি ব্যুরো: এবার প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীকে বড় পদ দিল তৃণমূল কংগ্রেস। গতকাল,বুধবার জেলা কোর কমিটির বৈঠকে প্রাক্তন ফরওয়ার্ড ব্লক নেতাকে ওই নতুন পদে বসান হয়।
এবার থেকে পরেশ অধিকারী হলেন তৃণমূলের কোচবিহার জেলার সহ সভাপতি। জেলা সভাপতি মন্ত্রী রবীন্দ্রনাথ এই কথা জানান। কিছু দিন আগে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নেন পরেশ অধিকারী। তাঁকে কলকাতা অফিসে নিয়ে গিয়ে তৃণমূলে যোগদান করান রবীন্দ্রনাথ-বাবু। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ও। তারপর এক সপ্তাহের মধ্যে পরেশ অধিকারীকে বড় পদ দিয়ে সম্মান জানালেন তৃণমূল।

No comments