নীতিকে পিছনে ফেলে পঞ্চায়েতের দখল নিল বাম-বিজেপি!
নজরবন্দি ব্যুরো: এবার তৃণমূলকে ঠেকাতে এক হয়ে গেল বিজেপি ও সিপি আই(এম)। দক্ষিণ ২৪ পরগণা জেলার মন্দির-বাজার থানার অন্তর্গত 'চাঁদপুর-চৈতন্যপুর' গ্রাম পঞ্চায়েতে সিপি আই(এম)কে সঙ্গে নিয়ে বোর্ড গঠন করল গেরুয়া বাহিনী।
প্রধান নির্বাচিত হয় বিজেপির মালতী হালদার। উপপ্রধানের পদ নিলেন নির্দল প্রার্থী। এই ভাবে আজ তৃণমূলের সমস্ত আক্রমণ প্রতিহত করে তৃণমূলের প্রভাবশালী নেতা সি.এম . জাটুয়ার খাস তালুকে তৃণমূলকে রুখে বিশেষ বার্তা দিল বাম- বিজেপি।

No comments