তৈরি হতে চলেছে 'সড়ক'-এর সিকুয়্যাল। আবার অভিনয়ে ফিরছেন পুজা ভাট, সঙ্গে সঞ্জয়।
নজরবন্দি
ব্যুরোঃ তৈরি হতে চলেছে ১৯৯১ সালের জনপ্রিয় ছবি 'সড়ক'-এর সিকুয়্যাল। আর এতে অভিনয় করছেন পুজা ভাট ও সঞ্জয় দত্ত। যারা 'সড়ক' ছবিতে অভিনয় করেছিলেন।
জি নিউজকে দেওয়া একটি সাক্ষাত্কারে পূজা স্বীকার করেছেন সঞ্জয়ও 'সড়ক'-এর সিকুয়্যালে অভিনয় করতে চলেছেন। ওই ছবির পরিচালক ছিলেন মহেশ ভাট। পূজা জানান, ছবিটিতে তাঁর অভিনয়ের ব্যাপারে সঞ্জয়ের অনুপ্রেরণা অনেকাংশে রয়েছে। সঞ্জয়ের
কাছে এই ছবির অফার যাওয়া মাত্রই তিনি আগ্রহ প্রকাশ করেন। তবে এর বেশি কিছু জানাতে রাজি হননি কেউ-ই।

No comments