সেপ্টেম্বরে আরএসএস -এর সভাতে আমন্ত্রণ পেতে পারেন রাহুল,ইয়েচুরি!
নজরবন্দি ব্যুরোঃ আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)এর দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানাতে পারে বলে খবর।
আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর এই অনুষ্ঠান হওয়ার কথা। শুধু রাহুলই নয়, সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি-সহ বিরোধী আরও একাধিক নেতানেত্রীকেই আমন্ত্রণ জানাতে পারে তারা। সূত্রের খবর, 'ভবিষ্যতের ভারত' শীর্ষক এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন স্বরসঙ্ঘচালক মোহন ভগবত।
প্রসঙ্গত গত জুনে আরএসএসের সভায় যোগদান করে দলের নেতাদের ক্ষোভের মুখে পড়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রাক্তন কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়। তাই যদি রাহুল বা ইয়েচুরি আমন্ত্রণ পান তাহলে তাঁরা কি পদক্ষেপ নেন তা নিয়ে কৌতূহলী রাজনৈতিক মহল।

No comments