ভাঙড় আন্দোলন সংহতি কমিটির পক্ষ থেকে গুরুত্বপূর্ন প্রেস বিজ্ঞপ্তি। #Exclusive
নজরবন্দি ব্যুরোঃ ভাঙড় আন্দোলন সংহতি কমিটির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি।
ভাঙড় আন্দোলন সংহতি কমিটি মনে করছে যে, আজ(১১-০৮-২০১৮) রাজ্য সরকার আর জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হল তা আসলে ভাঙড়ের মানুষের সাথে প্রতারনা করা হল। গ্রামবাসীর জন শুনানীর প্রক্রিয়াকে অস্বীকার করে পরিবেশ সংক্রান্ত বিষয়ে বিজ্ঞানীদের মতকে উপেক্ষা করে আজ এই চুক্তি করা হল। আজকের দিনটি ভাঙড়বাসীর কাছে একটা কালো দিন হিসাবে চিহ্নিত হল।
ইতিমধ্যে লাগাতারভাবে ভাঙড় আন্দোলন সংহতি কমিটির পক্ষ থেকে জমি কমিটির কাছে এ বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু সরকারের সন্ত্রাস ও রাজনৈতিক ক্যারিয়ারের লালসার কাছে জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ কমিটির সর্বচ্চ নেতৃত্ব আত্মসমর্পন করে ভাঙড়ের গ্রামবাসীর প্রতি চরম বিশ্বাসঘাতকতা করল। আমরা মনে করছি যে, আলমগীর, মোফিজুল ও হাফিজুরদের হত্যার সঠিক তদন্ত তো হবেইনা এমনকি খুনিদের উপযুক্ত শাস্তিও হবেনা এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে রুজু হওয়া মামলাও প্রত্যাহার হবেনা। ক্ষতিপুরনের বিষয়টি নির্দিস্ট না করে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সাবস্টেশনের ছদ্মনামে পাওয়ার গ্রীড পুনপ্রতিস্ঠার চক্রান্ত এই চুক্তিতে লুকিয়ে আছে বলে আমরা মনে করছি। গণশুনানীর মাধ্যমে গ্রামবাসীর মত না নিয়ে যেকোন রকমের প্রকল্প রূপায়নে আমরা বিরোধীতা করছি। দিবাকর ভট্টাচার্য- আহ্বায়ক অনুরাধা দেব- আহ্বায়ক ১১-০৮-২০১৮
ভাঙড় আন্দোলন সংহতি কমিটি মনে করছে যে, আজ(১১-০৮-২০১৮) রাজ্য সরকার আর জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হল তা আসলে ভাঙড়ের মানুষের সাথে প্রতারনা করা হল। গ্রামবাসীর জন শুনানীর প্রক্রিয়াকে অস্বীকার করে পরিবেশ সংক্রান্ত বিষয়ে বিজ্ঞানীদের মতকে উপেক্ষা করে আজ এই চুক্তি করা হল। আজকের দিনটি ভাঙড়বাসীর কাছে একটা কালো দিন হিসাবে চিহ্নিত হল।
ইতিমধ্যে লাগাতারভাবে ভাঙড় আন্দোলন সংহতি কমিটির পক্ষ থেকে জমি কমিটির কাছে এ বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু সরকারের সন্ত্রাস ও রাজনৈতিক ক্যারিয়ারের লালসার কাছে জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ কমিটির সর্বচ্চ নেতৃত্ব আত্মসমর্পন করে ভাঙড়ের গ্রামবাসীর প্রতি চরম বিশ্বাসঘাতকতা করল। আমরা মনে করছি যে, আলমগীর, মোফিজুল ও হাফিজুরদের হত্যার সঠিক তদন্ত তো হবেইনা এমনকি খুনিদের উপযুক্ত শাস্তিও হবেনা এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে রুজু হওয়া মামলাও প্রত্যাহার হবেনা। ক্ষতিপুরনের বিষয়টি নির্দিস্ট না করে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সাবস্টেশনের ছদ্মনামে পাওয়ার গ্রীড পুনপ্রতিস্ঠার চক্রান্ত এই চুক্তিতে লুকিয়ে আছে বলে আমরা মনে করছি। গণশুনানীর মাধ্যমে গ্রামবাসীর মত না নিয়ে যেকোন রকমের প্রকল্প রূপায়নে আমরা বিরোধীতা করছি। দিবাকর ভট্টাচার্য- আহ্বায়ক অনুরাধা দেব- আহ্বায়ক ১১-০৮-২০১৮

No comments