Header Ads

৩০ জন মানুষকে কেটে খেয়ে ফেলেছেন এই দম্পতি! গ্রেপ্তার বিকারগ্রস্ত নরখাদক।


নজরবন্দি ব্যুরোঃ কোনো গল্প নয়। সত্যি ঘটনা। মানুষ মেরে কেটে খাওয়াটাই তাদের ভালোলাগা। গ্রেপ্তার করা হয়েছে রাশিয়ার দম্পতি নাতালিয়া বাকসসিভা ও দিমিত্রিকে। জানা গেছে, ৩০ জন মহিলাকে অবলীলায় কেটে খেয়ে ফেলেছেন এই যুগল। কিন্তু কোনোভাবেই তারা পুলিশের সন্দেহের তালিকায় ছিলেন না। এরপর এলিনা ভারুশিভা নামে এক তরুণী নিখোঁজ হয় এবং তার মোবাইল ফোনের সন্ধান মেলে নাতালিয়া ও দিমিত্রির বাড়ির আবর্জনা স্তূপ থেকে।

অবশেষে গত অক্টোবর মাসে পুলিশ গ্রেপ্তার করে ওই দম্পতিকে। তারপরেই তাদের মধ্যে কিছু অদ্ভুত আচরণ লক্ষ্য করে পুলিশ। মনোবিদদের এক টিমকে পরীক্ষা করার দায়িত্ব দেওয়া হয়। তাদের পরীক্ষাতেই শেষ পর্যন্ত সামনে আসে এই ভয়ঙ্কর সত্য। ওই দম্পতি নিজেরাই স্বীকার করেছেন যে তারা ৩০ জন মহিলাকে কেটে খেয়ে ফেলেছেন। এই জন্য অবশ্য তাদের কোনো অনুশোচনা নেই।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.