Header Ads

লোধা কমিশনের সুপারিশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বড় জয় পেল বোর্ড।


নজরবন্দি ব্যুরোঃ '‌এক রাজ্য, এক ভোট'‌ লোধা কমিশনের  সুপারিশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট যার ফলে স্বস্তিতে মুম্বই, সৌরাষ্ট্র, ভদোদরা, বিদর্ভ সহ টি রাজ্য ক্রিকেট সংস্থা অবশেষে এই সংস্থাগুলির পূর্ণ সদস্যপদ বহাল থাকল '‌কুলিং অফ পিরিয়ড'‌ নিয়েও সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তিতে থাকল ভারতীয় ক্রিকেট বোর্ড খারিজ হয়ে গেল লোধা কমিশনের সুপারিশ 

দেশের ক্রিকেট কর্তাদের বয়স, পদের মেয়াদ ক্রিকেটের সার্বিক উন্নয়নের জন্য ঢালাও পরিবর্তনের সুপারিশ করেছিল লোধা কমিশন ৭০ এর বেশি বয়সের ক্রিকেট কর্তাদের যেমন প্রশাসনে থাকা যাবে না ঠিক তেমনই তিন বছর অন্তর কর্তাদের '‌কুলিং অফ পিরিয়ড'‌ বা সাময়িক বিশ্রামে যাওয়ার সুপারিশ করেছিল লোধা কমিশন কিন্তু বৃহস্পতিবার এই মামলার শুনানিতে গঠিত তিন সদস্যের কমিটি (‌প্রধান বিচারপতি দীপক মিশ্র, বাকি দুই বিচারপতি এএম খানউইলকার, ডি ওয়াই চন্দ্রচূড়)‌ তিন বছর অন্তর কর্তাদের সাময়িক বিশ্রামে যাওয়ার (কুলিং অফ পিরিয়ড) সুপারিশ খারিজ করে দিয়েছে 

দেশের শীর্ষ আদালতের নির্দেশে এখন থেকে তিন বছরের পরিবর্তে 'বছর অন্তর 'কুলিং অফ পিরিয়ড' বা সাময়িক বিশ্রামে যেতে হবে বোর্ডের কর্মকর্তাদের যদিও এক্ষেত্রে বিসিসিআইয়ের আর্জি ছিল, বোর্ডের কর্মকর্তাদের বাধ্যতামূলক '‌কুলিং অফ পিরিয়ড'‌ এর মেয়াদ বাড়িয়ে নয় বছর করার তা অবশ্য মানেনি তিন বিচারপতির বেঞ্চ

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.