Header Ads

ফর্ম বেরোলেও হয়নি পরীক্ষা, মেলেনি চাকরি! একাধিক অস্বচ্ছতার অভিযোগে আবার গর্জন হবু শিক্ষকদের।#Exclusive

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত জটিলতা এবং অস্বচ্ছতার বিষয়টি ফের চোখে আঙুল দিয়ে দেখালেন শিক্ষক পদপ্রার্থীরা। ফর্ম বের হওয়ার ন'মাস পরেও পরীক্ষার বিজ্ঞপ্তি না প্রকাশিত হওয়া থেকে শুরু করে শিক্ষক নিয়োগে একাধিক অস্বচ্ছতার অভিযোগ তুলে আগামিকাল এপিসি ভবন অভিযান কর্মসূচি গ্রহণ করলেন হবু শিক্ষকরা।
রাজ্যের প্রাথমিক স্কুল গুলিতে শিক্ষক নিয়োগের জন্য প্রাথমিক টেট পরীক্ষার ফর্ম পূরণ হয়েছে ২০১৭ সালের ১০ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত। এরপর ৯ মাস অতিক্রম হলেও এখনো পর্যন্ত সেই পরীক্ষা কবে নেওয়া হবে এ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। অথচ প্রায় ১ লক্ষ ২০ হাজার চাকরি প্রার্থী এই ফর্ম ফিল-আপ করেছেন। এখানেই শেষ নয়। ২০১৫-২০১৭ এবং ২০১৬-২০১৮ ব্যাচের ডিএলএড ব্যাচের পরীক্ষার ফল এখনো বের হয়নি। কোর্ট থেকে ২০১৫-২০১৭ ব্যাচের ডিএলএড এর রেজাল্ট ২ অগাস্টের মধ্যে প্রকাশ করার নির্দেশ দেওয়া হলেও তা অমান্য করেছে প্রাথমিক শিক্ষা সংসদ। এমনকি ২০১৫ সালের টেট পাশ প্রার্থীদের শংসাপত্র এখনো প্রদান করা হয়নি। স্বচ্চ ও দ্রুত শিক্ষক নিয়োগ, ডিএলএড এর ফল প্রকাশ ও টেট পাশদের সার্টিফিকেট প্রদানের দাবিতে ১০ অগাস্ট অর্থাৎ আগামিকাল এপিসি ভবন অভিযান করবেন চাকরি প্রার্থীরা। ময়ুখ ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে তা যাবে এপিসি ভবন পর্যন্ত। সেখানে চলবে অবস্থান বিক্ষোভ প্রদর্শন। তাদের দাবি না মানা হলে এই আন্দোলন লাগাতার চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনকারী হবু শিক্ষকরা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.