Header Ads

স্টিফেনই থাকছেন সুনীলদের হেডস্যার।


নজরবন্দি ব্যুরোঃ ২০১৯ এর এশিয়ান কাপ পর্যন্ত সুনীলদের কোচ থাকছেন স্টিফেন ফেডারেশন সচিব কুশল দাস এখবর জানিয়েছেন
 সোশ্যাল মিডিয়াতেও স্টিফেন অপসারণের দাবি উঠেছিল কিন্তু ফেডারেশন কর্তারা বিদেশী কোচকে সরানোর কোনও কারণ খুঁজে পাননি নতুন চুক্তি অনুযায়ী এশিয়ান কাপ পর্যন্ত স্টিফেনই থাকছেন সুনীলদের হেডস্যার সচিব কুশল দাস বলেছেন,
স্টিফেনকে সরানোর কোনও কারণ আমরা খুঁজে পাইনি দলকে সাফল্য দিয়েছে সামনেই সাফ কাপ তারপর রয়েছে এশিয়ান কাপস্টিফেনের চুক্তি রয়েছে ২০১৯ এর ৩১ মার্চ পর্যন্ত তাছাড়া সোশ্যাল মিডিয়ায় যেটা রটেছে, তার সবটাই গুজব

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.