দিলীপ ঘোষের পর এবার আক্রান্ত সুজন চক্রবর্তী !
নজরবন্দি
ব্যুরোঃ দিলীপ ঘোষের পর এবার সুজন চক্রবর্তী। আক্রান্ত আরও এক রাজনৈতিক
নেতা। আজ ডায়মন্ডহারবারে দলের ক্ষেতমজুর সংগঠনের জেলে ভরো কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন সুজন চক্রবর্তী।
দস্তিপুরের তাঁদের এবং দলীয় কর্মী-সমর্থকদের গাড়ি হামলা চালানো হয় বলে অভিযোগ। গাড়ি থেকে নামিয়ে দলীয় কর্মী-সমর্থকদের মারধরের পাশাপাশি গাড়ি লক্ষ্য করে বোমা পড়ে বলে অভিযোগ করেছেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। একাধিক গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ। সুজন বাবু জানিয়েছেন, বৃহস্পতিবার তাদের দলের কর্মসূচি আগে থেকেই ঘোষিত ছিল।তাঁর অভিযোগ, ডায়মন্ডহারবার পুলিশ বুধবার রাতে সিপিএম কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়, যাতে তাঁরা জেলে ভরো কর্মসূচিতে যোগ না দেন। একইসঙ্গে এলাকায় থাকা দলের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। শাসকদল পুলিশকে কাজে লাগিয়ে এই কাজ করেছে বলেও অভিযোগ করেছেন তিনি।
কোন মন্তব্য নেই