খুনের মামলা গোপন করে ভোটে জেতা তৃণমূল নেতাকে নিয়ে ধুন্ধুমার কোচবিহারে!!
নজরবন্দি ব্যুরো: এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তিনি। অভিযোগ, মনোনয়ন পেশ করার সময় হলফনামায় তিনি উল্লেখ করে ছিলেন, তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই। তারপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছিলেন কোচবিহারের টাকাগাছ রাজারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি মীর মহিরুদ্দিন।
ব্যাপারটা বেশ চুপচাপ চলছিল। কিন্তু সম্প্রতি ব্যাপারটা জানাজানি হতেই বুধবার তৃণমূলের বেশকিছু সমর্থক জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের দফতরের সামনে ফ্লেক্স, ব্যানার খাটিয়ে মহিরুদ্দিনকে গ্রেফতারের দাবি জানাতে থাকে।
কিছুদিন আগে কোচবিহার কলেজের ছাত্র নেতা মজিদ আনসারি খুন হন। কলেজ থেকে ফেরার সময় তাঁকে গুলি করে খুন করে একদল দুষ্কৃতী। ওই ঘটনা নিয়ে বেশ কিছুদিন ধরে উত্তাল ছিল কোচবিহার।
তৃণমূল ছাত্রনেতাকে খুনের অভিযোগে ইতিমধ্যে মুন্না খান নামে স্থানীয় এক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে প্রশাসন। বাকি অভিযুক্তদের গ্রেফতার করার দাবিতে কোচবিহার শহরে তাদের ছবি দিয়ে ব্যানার লাগিয়ে দিয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।
বুধবার বিকেলে সেই একই কায়দায় পোস্টার পড়ে মহিরুদ্দিনের বিরুদ্ধে। কেন তাকে গ্রেফতার করা হল না তা নিয়ে প্রশ্ন তোলেন শাসক দলের সমর্থকরাই।
কোন মন্তব্য নেই