Header Ads

বৃদ্ধা মা কে অত্যাচারের ভিডিও ভাইরাল হতেই গুণধর ছেলেকে গ্রেফতার করলো পুলিশ।


নজরবন্দি ব্যুরোঃ নিমতার বিএল মুখার্জি রোডের থাকেন ৭২ বছরের বৃদ্ধা শান্তিপ্রভাদেবী। তাঁর স্বামীর সরকারি কর্মচারী ছিলেন। স্বামীর মৃত্যুর এখন পেনশন পান ওই বৃদ্ধা। তাঁর দুই ছেলে।
স্থানীয় বাসিন্দাদের জানিয়েছেন, বাবার মৃত্যুর পর আলাদা হয়ে গিয়েছেন বড় ছেলে বিকাশ দেব। তিনি দত্তপুকুরে থাকেন। বৃদ্ধার মায়ে খোঁজখবর রাখেন না বিকাশ। নিমতায় ছোটছেলে ভুলুপ্রসাদের সঙ্গে থাকেন শান্তিপ্রভাদেবী। কিন্তু, তিনি তেমন কোনও কাজ করেন না। বৃদ্ধার মায়ের পেনশনের টাকাতেই চলে সংসার। অথচ চুন থেকে পান খসলেই ছেলে মা রীতিমতো লাঠিপেটা করে বলে অভিযোগ।

বুধবার সকালে শান্তিপ্রভাদেবীকে যখন মারছিলেন তাঁর ছোট ছেলে, তখন সেই দৃশ্যের ভিডিও মোবাইলে তোলেন প্রতিবেশী প্রত্যাশা রায়চৌধুরি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার আরজি জানান তিনি। ভিডিও ভাইরাল হতেই টনক নড়ে পুলিশের। রাতেই গুণধর ছেলে ভুলুপ্রসাদ দেবকে গ্রেপ্তার করে নিমতা থানার পুলিশ।

ভিডিও টি দেখতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.