Header Ads

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি গেরুয়া নেতার!

নজরবন্দি ব্যুরো: এই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এখন আর কোনও কিছুরি বাধা মানেনা। শালীনতা বোধ তো অনেক দিন আগেই উবে গেছে। আর তার সেই জায়গাতে আমদানি হয়েছে হুমকির রাজনীতি। কখন ও প্রকাশ্য জনসভায় আবার কখনও সংবাদমাধ্যমের বুমের সামনে। এই ব্যাপারে পিছিয়ে নেই শাসক ও বিরোধী উভয় দল।

ঠিক এমনি একটা ঘটনা ঘটলো বীরভূম জেলার সিউড়িতে। বিজেপির এক বিক্ষোভ সমাবেশে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ও মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি খুন করার হুমকি দিলেন গেরুয়া নেতা নির্মল চন্দ্র মণ্ডল। ওই জনসভাতে তিনি বলেন, " কেরলে আমাদের সাথে সিপি আই(এম) এর যেমন চলছে ওরা আমাদের এক জনকে মার্ডার করলে আমরা দু-জনকে মার্ডার করি, ঠিক তেমনি এই রাজ্যেও এবার শুরু হবে"। এর পরেই ওই গেরুয়া নেতা সরাসরি হুমকি দিয়ে বলেন, " আর এই রাজ্যে এবার যদি আপনার ভাইপো মার্ডার হয়ে যায়, তাহলে কি হবে দিদি?"

এই হল বর্তমান এই রাজ্যের রাজনৈতিক নেতাদের ভাষণের পদ্ধতি। একবার ভাবুন তো প্রকাশ্য জনসভায় এক জন রাজনৈতিক নেতা কর্মী সমর্থকদের সামনে সরাসরি অন্য রাজনৈতিক দলের নেতাকে খুনের হুমকি দিচ্ছেন,  তাহলে খুব সাধারণ ভাবে কর্মী সমর্থকদের মনে কি প্রতিক্রিয়া হতে পারে তা সহজে অনুমেয়। এটাই কি বঙ্গ রাজনীতির বর্তমান রাজনৈতিক সংস্কৃতি? 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.