Header Ads

সংসদে তৃণমূলের অভিযোগ খণ্ডন করলেন রাজনাথ, কি বললেন তিনি? পড়ুন

নজরবন্দি ব্যুরো: সংসদে শিলচর কাণ্ডে দলীয় দলের নেতা নেত্রীদের হেনস্থার প্রতিবাদে গর্জে উঠেছে তৃণমূল নেতৃত্ব। আজ শুরু থেকেই সংসদের দুই কক্ষে হট্টগোল শুরু করে বিক্ষোভ দেখান ডেরেক ও'ব্রায়েন ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। তার জবাবী ভাষণ দিয়ে তৃণমূলের অভিযোগ খণ্ডন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

লোকসভায় দাঁডিয়ে রাজনাথ বলেছেন, ফিরে যেতে বলা হয়েছিল আগেই, তার পরও তৃণমূল নেতৃত্ব নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে তর্ক জুড়ে দেয়।এর পর রাজনাথ আরও বলেছেন, বৃহস্পতিবার দুপুরে ১টা ৫৫ মিনিট নাগাদ শিলচরে তৃণমূল সাংসদরা পৌঁছন। সেখান থেকেই তাঁদের ফিরে যেতে বলা হয়। নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্ক জুড়লে সিআরপিসি ১৫১ ধারা অনুযায়ী তাঁদের গ্রেফতার করা হয়। আজ সকালে ৭টায় তৃণমূল নেতৃত্বকে দিল্লি ও কলকাতায় ফেরত পাঠানো হয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.