Header Ads

কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে গেল সাইনার বিশ্বজয়ের স্বপ্ন।


নজরবন্দি ব্যুরোঃ কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে গেল সাইনার বিশ্বজয়ের স্বপ্ন সাইনাকে স্ট্রেটসেটে উড়িয়ে দিলেন স্পেনের ক্যারোলিনা মারিন স্প্যানিশ তারকা জিতলেন ২১-‌, ২১-১১ ফলে 
খেলার শেষে সাইনা  বলেছেন, '‌মারিন অসম্ভব ক্ষিপ্রতার সঙ্গে খেলেছে এমনিতেই ওর অনুমানশক্তি এবং ফিটনেস অতুলনীয় তার সঙ্গে ক্ষিপ্রতার মিশেল ঘটায় ওর মোকাবিলা করতে পারিনি আমি'‌ পাশাপাশি সাইনা মারিনের শট নির্বাচনের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এদিকে মারিন বলছেন, 'আমিটুর্নামেন্টের প্রথম থেকে ছন্দে থাকলেও সাইনার মতো প্রতিপক্ষকে কখনওই হাল্কা ভাবে নেওয়া যায় না নিজের খেলায় আমি খুশি সেমিফাইনালে পৌঁছতে পেরে ভাল লাগছে'‌

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.