Header Ads

কারা বড় হিন্দু? ইঁদুর দৌড়ে এবার তৃণমূল!

নজরবন্দি ব্যুরো:  রাজ্যে বিজেপি বাড়ছে। এই সত্য অস্বীকার করতে পারবে না এই রাজ্যের কোনও রাজনৈতিক দল। শেষ নির্বাচন গুলোর দিকে তাকালেই সেই ছবি স্পষ্ট বোঝা যাবে। আর এই রাজ্যে বিজেপির উত্থান নিয়ে বেশ চিন্তিত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। অন্তত তাদের বক্তব্য থেকে সেই কথা স্পষ্ট বোঝা যাচ্ছে।


এবার বাংলায় বিজেপিকে বধ করতে হিন্দুত্বকে হাতিয়ার করতে চলেছে তৃণমূল কংগ্রেস৷ গত শনিবার মেদিনীপুরের কলেজ কলেজিয়েট ময়দান থেকে তারি ইঙ্গিত দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বিজেপিকে আক্রমণ করতে গিয়ে  হিন্দুত্বের তাস ফেললেন বারবার ৷ তিনি বললেন, ‘‘আমরা সিপিআই(এম)র মতো নাস্তিক নই৷ আমাদের দলেও রামভক্ত আছে প্রচুর৷’’

এর পরে তিনি বলেন, তবে বিজেপির রামভক্তদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের রামভক্তদের কিছু পার্থক্য আছে। তা অবশ্য বুঝিয়েছেন এই তরুণ সাংসদ। তিনি বলেন, ‘‘তাঁরা সম্প্রীতির পক্ষে থাকে৷ বিজেপির রামভক্তরা মাথায় ফেট্টি বেঁধে রাজ্যে হিংসা ছড়াচ্ছে৷’’এর পরে তিনি বিজেপির উদ্দেশ্যে বলেন, এই রাজ্যে বিজেপির কোনও জায়গা নেই।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.