বাবা বনি কাপুরের উদ্যোগে এবার এক সাথে থাকতে চলেছে অর্জুন-জাহ্নবীরা।
নজরবন্দি ব্যুরোঃ শ্রীদেবীর মৃত্যুর পর বনি কাপুরের প্রথম পক্ষের সন্তান অর্জুন ও অনশুলার ঘনিষ্ঠতা বাড়তে থাকে বনির দ্বিতীয় পক্ষের সন্তান খুশি ও জাহ্নবীর সঙ্গে। সময়ের সঙ্গে সঙ্গে এই ঘনিষ্ঠতা ক্রমেই বাড়তে থাকে।
আর এবার শোনা যাচ্ছে, নিজের দুই পরিবারের সন্তানদের নিয়ে এক ছাদের তলায় থাকবার পরিকল্পনা করছেন বাবা বনি কাপুর। এক ফিল্ম ম্যাগাজিনের সংবাদ অনুযায়ী, অর্জন- অনশুলা-জাহ্নবী-খুশিরা এবার একসঙ্গে একই বাড়িতে থাকতে চলেছেন। শ্রীদেবীর সঙ্গে অর্জুন ও অনশুলার সম্পর্ক যে ভালো ছিল না , তা বহু সাক্ষাৎকারে স্বীকার করেছেন অর্জুন।
কিন্তু পরে , শ্রীদেবীর মৃত্যুর পর থেকে সময় পাল্টাতে থাকে। পাল্টাতে থাকে অর্জুন-জাহ্নবীদের সম্পর্কের খতিয়ান।তবে, তাঁরা নতুন কোনও বাড়িতে থাকতে চলেছেন, নাকি বনি কাপুরের বাড়িতেই অর্জুন ও অনশুলা আসবেন, তা এখনো পরিস্কার নয়।
আর এবার শোনা যাচ্ছে, নিজের দুই পরিবারের সন্তানদের নিয়ে এক ছাদের তলায় থাকবার পরিকল্পনা করছেন বাবা বনি কাপুর। এক ফিল্ম ম্যাগাজিনের সংবাদ অনুযায়ী, অর্জন- অনশুলা-জাহ্নবী-খুশিরা এবার একসঙ্গে একই বাড়িতে থাকতে চলেছেন। শ্রীদেবীর সঙ্গে অর্জুন ও অনশুলার সম্পর্ক যে ভালো ছিল না , তা বহু সাক্ষাৎকারে স্বীকার করেছেন অর্জুন।
কিন্তু পরে , শ্রীদেবীর মৃত্যুর পর থেকে সময় পাল্টাতে থাকে। পাল্টাতে থাকে অর্জুন-জাহ্নবীদের সম্পর্কের খতিয়ান।তবে, তাঁরা নতুন কোনও বাড়িতে থাকতে চলেছেন, নাকি বনি কাপুরের বাড়িতেই অর্জুন ও অনশুলা আসবেন, তা এখনো পরিস্কার নয়।

No comments