Header Ads

অভিষেকের বক্তব্য মোদীজির জনপ্রিয়তার প্রমাণ দিচ্ছে! জানালেন মুকুল।

নজরবন্দি ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার পাল্টা সভা হিসাবে শনিবার মেদিনীপুরের কলেজ মাঠে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ, দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন।

 ওড়িশা, ঝাড়খন্ড, বিহার বা অরুণাচল প্রদেশের গাড়ির নম্বর বলে অভিষেক জনতাকে বোঝাতে চেষ্টা করেছেন, ভিন রাজ্যের লোক এনে মাঠ ভরিয়েছিলো বিজেপি। অভিষেকের বক্তব্যের ২৪ ঘন্টা কাটতে না কাটতে  বিজেপি নেতা মুকুল রায়ের উত্তর এলো। মুকুল এদিন বলেন, “মেদিনীপুরের জনসভা প্রমাণ দিলো, অন্যান্য রাজ্যের মত,বাংলাতেও প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা প্রশ্নাতীত! যে জনসভা মেদিনীপুর এর মাটিতে শাসক দল করল, তা মেদিনীপুর এর মানুষ সরাসরি প্রত্যাখ্যান করেছে।”

তাঁর আরও বক্তব্য, “বাস্তবতার উপর ভর করে পথ চলা উচিৎ সবার। সারা বাংলা জুড়ে যে ভাবে ভারতীয় জনতা পার্টির কর্মী, সদস্যদের নিধন যজ্ঞ চলছে,মিথ্যে মামলা দিয়ে জেলে ভরা চলছে, তা শুধু মাত্র ক্ষমতা ধরে রাখার জন্যে। ইতিহাস বলছে পুলিশ দিয়ে ক্ষমতা ধরে রাখা সম্ভব নয়, এভাবে চলতে পারে না। এই ভাবে চললে ইতিহাস এদের মেনে নেবে না।”

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.