মোহনবাগান তাবু সেজে উঠেছে মোহনবাগান দিবসে
শুভব্রত মুখার্জি:১৯১১ সালের ২৯শে জুলাই ইংল্যান্ডের ইস্ট ইর্য়কশায়ারকে আইএফএ শিল্ডে জিতে ইতিহাস রচনা করেছিল মোহনবাগান। সেদিনের স্মরণেই প্রতিবছর ক্লাব তাঁবুতে ২৯শে জুলাই পালিত হয় ‘মোহনবাগান দিবস’ হিসেবে।
গোষ্ঠ পালের প্রতিকৃতিতে মাল্যদান ক রে শুরু হয় অনুষ্ঠান। দুপুর আড়াইটায় প্রাক্তনদের ফুটবল ম্যাচের পরে সন্ধ্যা ছ’টায় শুরু হবে মূল অনুষ্ঠান। প্রাক্তন অধিনায়কদের হাতে তুলে দেওয়া হবে গোল্ডেন কার্ড। এবার মোহনবাগান রত্ন পাচ্ছেন প্রদীপ চৌধুরি।
গোষ্ঠ পালের প্রতিকৃতিতে মাল্যদান ক রে শুরু হয় অনুষ্ঠান। দুপুর আড়াইটায় প্রাক্তনদের ফুটবল ম্যাচের পরে সন্ধ্যা ছ’টায় শুরু হবে মূল অনুষ্ঠান। প্রাক্তন অধিনায়কদের হাতে তুলে দেওয়া হবে গোল্ডেন কার্ড। এবার মোহনবাগান রত্ন পাচ্ছেন প্রদীপ চৌধুরি।

No comments