Header Ads

কলকাতা লিগের ক্রীড়াসূচি ঘোষণা করে দিল আইএফএ।

নজরবন্দি ব্যুরোঃ  কলকাতা ফুটবল লিগের দামামা বেজে গেল। বড়ো দলগুলির অর্ধেকের বেশি ম্যাচের ক্রীড়াসূচি ঘোষণা করে দিল আইএফএ। যদিও বড়ো ম্যাচের তারিখ এখনও ঘোষণা হয়নি।

 ৩ আগস্ট প্রথম ম্যাচে টালিগঞ্জ অগ্রগামীর মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। ৪ তারিখ মাঠে নামবে সবুজমেরুন। তাঁদের প্রতিপক্ষ পাঠচক্র। ৫ আগস্ট মহামেডানের মুখোমুখি হবে এফসিআই।দ্বিতীয় রাউন্ডে, ৬ আগস্ট লালহলুদ খেলবে পশ্চিমবঙ্গ পুলিসের বিরুদ্ধে। সাত আগস্ট সবুজমেরুনের মুখোমুখি রেনবো। ৮ তারিখ মহামেডান খেলবে এরিয়ানের বিরুদ্ধে।প্রতিটি ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে চারটেয়।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.