ফিরহাদ হাকিমের নেতৃত্বে আসাম যাচ্ছেন তৃণমূল প্রতিনিধি দল
নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সোমবার দলের ৬ জন সাংসদ, এক মন্ত্রী ও এক বিধায়কের প্রতিনিধি দল যাচ্ছেন আসামে। যে দলের নেতৃত্ব দিচ্ছেন নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।
বৃহস্পতি ও শুক্রবার সেখানে থাকবেন তাঁরা। মানুষের সঙ্গে কথা বলবেন। ফিরে এসে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবেন। দলে রয়েছেন সাংসদ সুখেন্দুশেখর রায়, কাকলি ঘোষদস্তিদার, রত্না দে নাগ, নাদিমুল হক, অর্পিতা ঘোষ, মমতাবালা ঠাকুর এবং বিধায়ক মহুয়া মৈত্র।
উল্লেখ্য, এই প্রথম অসহায় অসমবাসীর পাশে দাঁড়াতে সেখানে যাচ্ছেন কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিরা।অসমে নাগরিকপঞ্জির খসড়া তালিকা থেকে ৪০ লক্ষ মানুষের নাম বাদ দেওয়ার পর দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছে।
বৃহস্পতি ও শুক্রবার সেখানে থাকবেন তাঁরা। মানুষের সঙ্গে কথা বলবেন। ফিরে এসে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবেন। দলে রয়েছেন সাংসদ সুখেন্দুশেখর রায়, কাকলি ঘোষদস্তিদার, রত্না দে নাগ, নাদিমুল হক, অর্পিতা ঘোষ, মমতাবালা ঠাকুর এবং বিধায়ক মহুয়া মৈত্র।
উল্লেখ্য, এই প্রথম অসহায় অসমবাসীর পাশে দাঁড়াতে সেখানে যাচ্ছেন কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিরা।অসমে নাগরিকপঞ্জির খসড়া তালিকা থেকে ৪০ লক্ষ মানুষের নাম বাদ দেওয়ার পর দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছে।

No comments