মিনা কুমারীর ৮৫ তম জন্মদিনে শ্রদ্ধা জানালো গুগল।
নজরবন্দি ব্যুরোঃ মিনা কুমারীর ৮৫ তম জন্মদিনে গুগল শুদ্ধাঞ্জলি জানালো ।মিনা কুমারীর ছবিকে গুগল ডুডল হিসাবে ব্যবহার করে। গুগল ডুডলে দেখানো হয়েছে মিনা কুমারী কিভাবে তার সৌন্দর্য ও মোহিনী মোহো চোখ দিয়ে সবার মন জয় করেছেন।
মিনা কুমারী জন্মগ্রহণ করেন ১৯৩৩ সালে। মাত্র ৮ বছর বয়সে তিনি অভিনয় শুরু করেন বেবি মিনা নামে। তার ৩৮ বছর ফিল্মলী ক্যারিয়ার এ ৯০ তীর ও বেশি ফিল্ম এ তিনি অভিনয় করেছেন।

No comments