রানিরা পৌঁছে গেলেন হকি বিশ্বকাপের কোয়ার্টারে
শুভব্রত মুখার্জি: মহিলামহিলা বিশ্বকাপ হকির কোয়ার্টারে চলে গেল রানিরা।ইংরেজ এবং মার্কিনিদের বিরুদ্ধে ড্র এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১-০ গোলে হেরে পুল-বি থেকে প্রি-কোয়ার্টারে উঠেছিল ভারতীয় মহিলা হকি দল৷ লন্ডনে অনুষ্ঠিত মহিলা বিশ্বকাপ হকির প্রি-কোয়ার্টারে রানিরা মুখোমুখি হয়েছিল আজুরিদের।
ইটালিকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছল ভারতের মেয়েরা৷ ভারতের হয়ে তিনটি গোল করলেন লালরেমসিয়ামি, বন্দনা কাটারিয়া৷ম্যাচের শুরুতেই ৯ মিনিটে গোল করে ভারতেকে এগিয়ে দেন ফরোয়ার্ড লালরেমসিয়ামি৷ তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ভারতকে। বিশ্বকাপ হকির কোয়ার্টারে চলে গেল রানিরা।ইংরেজ এবং মার্কিনিদের বিরুদ্ধে ড্র এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১-০ গোলে হেরে পুল-বি থেকে প্রি-কোয়ার্টারে উঠেছিল ভারতীয় মহিলা হকি দল৷
লন্ডনে অনুষ্ঠিত মহিলা বিশ্বকাপ হকির প্রি-কোয়ার্টারে রানিরা মুখোমুখি হয়েছিল আজুরিদের। ইটালিকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছল ভারতের মেয়েরা৷ ভারতের হয়ে তিনটি গোল করলেন লালরেমসিয়ামি, বন্দনা কাটারিয়া৷ম্যাচের শুরুতেই ৯ মিনিটে গোল করে ভারতেকে এগিয়ে দেন ফরোয়ার্ড লালরেমসিয়ামি৷ তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ভারতকে।
ইটালিকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছল ভারতের মেয়েরা৷ ভারতের হয়ে তিনটি গোল করলেন লালরেমসিয়ামি, বন্দনা কাটারিয়া৷ম্যাচের শুরুতেই ৯ মিনিটে গোল করে ভারতেকে এগিয়ে দেন ফরোয়ার্ড লালরেমসিয়ামি৷ তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ভারতকে। বিশ্বকাপ হকির কোয়ার্টারে চলে গেল রানিরা।ইংরেজ এবং মার্কিনিদের বিরুদ্ধে ড্র এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১-০ গোলে হেরে পুল-বি থেকে প্রি-কোয়ার্টারে উঠেছিল ভারতীয় মহিলা হকি দল৷
লন্ডনে অনুষ্ঠিত মহিলা বিশ্বকাপ হকির প্রি-কোয়ার্টারে রানিরা মুখোমুখি হয়েছিল আজুরিদের। ইটালিকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছল ভারতের মেয়েরা৷ ভারতের হয়ে তিনটি গোল করলেন লালরেমসিয়ামি, বন্দনা কাটারিয়া৷ম্যাচের শুরুতেই ৯ মিনিটে গোল করে ভারতেকে এগিয়ে দেন ফরোয়ার্ড লালরেমসিয়ামি৷ তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ভারতকে।

No comments