টেট পাস সার্টিফিকেট ও নিয়োগপত্র চাই! সারথি এবারও বিকাশ।
অনলাইন ডেস্ক: আবার মামলার জটে আটকাতে চলেছে শিক্ষক নিয়োগ। ২০১৪ প্রাইমারী টেট পাস এবং বিএড প্রার্থীরা টেট সার্টিফিকেটের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করতে চলেছে।গতকাল,সোমবার ২৩টি জেলার প্রায় বেশ- কয়েকজন প্রার্থীরা কেসে অংশগ্রহণ করার জন্য আদালত চত্বরে ভিড় জমায়। এদের হয়ে কেশে লড়বেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
টেট পাস করা এবং বিএড একতা মঞ্চের প্রার্থী সঞ্জীব মহাপাত্র, সন্দীপ চোধুরী, সুদীপ মন্ডলদের দাবি ২০১৭ সালে ফ্রেবুয়ারী মাস নাগাদ তৃতীয় প্যানেল প্রকাশের পর প্রাইমারী টেট পাস প্রার্থীদের সার্টিফিকেট না দিয়ে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকার। এনসিটিই-র প্রকাশিত নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে বিএড প্রার্থীরা ডিএড এর সমতুল্য মর্যাদা পাবে। সুতরাং বিএড এবং টেট পাস প্রার্থীদের সরাসরী নিয়োগ করার দাবি তোলেন ওই সব চাকরি প্রার্থীরা।
টেট পাস করা এবং বিএড একতা মঞ্চের প্রার্থী সঞ্জীব মহাপাত্র, সন্দীপ চোধুরী, সুদীপ মন্ডলদের দাবি ২০১৭ সালে ফ্রেবুয়ারী মাস নাগাদ তৃতীয় প্যানেল প্রকাশের পর প্রাইমারী টেট পাস প্রার্থীদের সার্টিফিকেট না দিয়ে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকার। এনসিটিই-র প্রকাশিত নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে বিএড প্রার্থীরা ডিএড এর সমতুল্য মর্যাদা পাবে। সুতরাং বিএড এবং টেট পাস প্রার্থীদের সরাসরী নিয়োগ করার দাবি তোলেন ওই সব চাকরি প্রার্থীরা।

No comments