Header Ads

ভেবেছিলাম আমি এসবের জন্য প্রস্তুত, আসলে তা নয়। সানি লিওন।

নজরবন্দি ব্যুরোঃ বলিউড অভিনেত্রী সানি লিওনের ওয়েব সিরিজ 'করণজিত্ কউর: দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন' মুক্তি পেয়েছে। সানির বায়োপিক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে দর্শক মহলে। কেউ বলছেন, সত্যিটা সামনে এসেছে। আবার কারও মনে হয়েছে, সানির জীবনের অনেক ঘটনাই নাকি দেখানো হয়নি।

সানি লিওন জানিয়েছেন, তিনি ছবিটির জন্য প্রস্তুতই ছিলেন না। বিশেষ করে বাবা-মার মৃত্যু আরও একবার দেখতে হয়েছে তাকে। সেটা তাকে আরও একবার দুঃখ দিয়েছে। মিড ডে-কে দেওয়া সাক্ষাত্কারে সানি লিওন বলেছেন, আমি জানি যে, ছবিতে যারা অভিনয় করেছেন তারা আমার আসল বাবা-মা নন। কিন্তু আবেগ ও পরিস্থিতিটা তো একই ছিল।
অনস্ক্রিন বাবাকে ক্যানসারে ভুগতে দেখা বাবা, কফিনে মাকে, ঘটনাগুলিকে জীবন্ত করা সহজ ছিল না। হৃদয়ের ব্যথা কখনই মুছে যায় না। আমিই এসব পরিস্থিতির মধ্য দিয়ে আরও একবার যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলাম। ভেবেছিলাম আমি এসবের জন্য প্রস্তুত, আসলে তা নয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.