ইস্টবেঙ্গলের প্রস্তাব ফেরালেন সোনি নর্ডে!!
শুভব্রত মুখার্জি: লাল-হলুদ কর্তাদের বিরাট অঙ্কের প্রস্তাব ফিরিয়ে সোনি জানিয়ে দিলেন তাঁর পক্ষে লাল-হলুদ জার্সি পরা সম্ভব নয়। মোহনবাগান জনতা তাঁকে যে ভালবাসা দিয়েছে, তারপর নতুন মরসুমে ইস্টবেঙ্গল জার্সি গায়ে খেললে মোহনবাগান এবং সমর্থকদের সঙ্গে বেইমানি করা হবে।
হাঁটুর অস্ত্রোপচারের পর ফিট হওয়ার লড়াই চালাচ্ছেন সোনি। পুরনো দল মোহনবাগান নতুন মরসুমের জন্য তাঁকে কোনও প্রস্তাবও দেয়নি। ফলে চলতি মরসুমে আইএসএল খেলবেন তিনি।
এটিকে আর মুম্বই সিটি-র প্রস্তাবও পৌঁছে গেছে সোনির কাছে।
হাঁটুর অস্ত্রোপচারের পর ফিট হওয়ার লড়াই চালাচ্ছেন সোনি। পুরনো দল মোহনবাগান নতুন মরসুমের জন্য তাঁকে কোনও প্রস্তাবও দেয়নি। ফলে চলতি মরসুমে আইএসএল খেলবেন তিনি।
এটিকে আর মুম্বই সিটি-র প্রস্তাবও পৌঁছে গেছে সোনির কাছে।

No comments