Header Ads

শিল্পী মারিয়াস স্পারলিচের ছবি ইনস্টা অ্যালবামে পোস্ট করে ভাইরাল স্বস্তিকা।


নজরবন্দি ব্যুরোঃ  অভিনেত্রী স্বস্তিকা সিনেপর্দা থেকে ওয়েবের দুনিয় বোল্ড সেনসেশন কুইন চরিত্রের খাতিরে ক্যামেরার সামনে শরীর মেলে ধরেছেন বহুবার তবে সোশ্যাল মিডিয়ায় এমন বোল্ড ছবি এই প্রথম
সমাজের তোয়াক্কাও তিনি করেন না তেমন।সোশ্যাল মিডিয়ায় স্তনের ছবি পোস্ট করে ভাইরাল তিনি। প্রখ্যাত শিল্পী মারিয়াস স্পারলিচের ছবি নিজের ইনস্টা অ্যালবামে পোস্ট করেছেন স্বস্তিকা যাঁর ক্যাপশনে দিয়েছেন, ‘নারী শরীরের স্তনবৃন্তের ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করতে দেয় না

একই সঙ্গে তিনি আরও লিখেছেন, “আপনারা এই চিত্রশিল্পীদের যা খুশি বলতে পারেন, কিন্তু এঁরা তার থেকেও অনেক বেশি কিছু আদতে আমাদেরই একজন এঁরা আমাদের সমাজকে প্রতিফলিত করে, নারী শরীর নিয়ে সমাজের রক্ষণশীলতা নীতিপুলিশগিরিকেই তুলে ধরে সোশ্যাল মিডিয়ার নীতির পরিবর্তন করতে গেলে আগে আমাদের পালটাতে হবে দেখুন ছবি।



No comments

Theme images by lishenjun. Powered by Blogger.