Header Ads

"বাংলার সভ্যতা সংস্কৃতির সাথে বিজেপির মনোভাব মেলেনা! বিজেপি আদ্যপান্ত বাংলা বিরোধী" সুজন।

নজরবন্দি ব্যুরো: কিছুদিন আগে আসামে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন (এন.আর.সি) তালিকা থেকে বাদ দেওয়া হলো প্রায় ৪০ লক্ষ বাঙালির নাম।

এই প্রসঙ্গে সিপিআই(এম) এর বিধায়ক নেতা সুজন চক্রবর্তী একটি প্রেস কনফারেন্সে বলেন “আজ আসামে এন.আর.সি খসড়ার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে ৪০ লক্ষ মানুষের নাম নেই। বিধানসভায় এই নিয়ে আলোচনা হওয়া উচিত। এটা শুধু বাংলা বা বাঙালির প্রশ্ন নয়, এটা দেশের মানুষের জন্য।

 এর পরে  সুজন চক্রবর্তী আরও বলেন আমি আগেও বলেছি এখনও বলছি বিজেপি আদ্যোপান্ত  বাংলা বিরোধী। বাঙালির সভ্যতা সংস্কৃতির বিরোধী। বাংলার সভ্যতা ও সংস্কৃতির সাথে বিজেপির মনোভাব মেলে না, আবারও স্পষ্ট প্রমাণ করলো বিজেপি।

অন্যদিকে এই ব্যাক্তি, নাম আজমল হক। দীর্ঘ ৩০ বছর সেনা বাহিনীতে কর্মরত থেকে আজ জানতে পারলেন উনি ভারতীয় নন!!! (সোশ্যাল মিডিয়ায় ভাইরাল)

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.