বিজয় মাল্যর আইনজীবীর দাবি মেনে এবার জেলের ভিডিও চাইলো লন্ডনের আদালত
নজরবন্দি ব্যুরোঃ এবার বিজয়
মাল্য-মামলার
শুনানি
চলাকালীন
জেলের
ভেতরের
ভিডিও
দেখতে
চাইল
ওয়েস্টমিনস্টার
কোর্ট। মঙ্গলবার
শুনানিতে
এই
সেই
ভিডিও
জমা
দেওয়ার
নির্দেশ
দেওয়া
হয়েছে
আর্থার
রোড
জেল
কর্তৃপক্ষকে।
আর্থিক
কেলেঙ্কারি
মামলালায়
বিচারাধীন
কিংফিশার
এয়ারলাইন্সের
প্রাক্তন
মালিক
বিজয়
মাল্য।
প্রায়
৯
হাজার
কোটি
টাকার
আর্থিক
জালিয়াতির
অভিযোগ
রয়েছে
তার
বিরুদ্ধে।
সেই
মামলার শুনানি
চলাকালীন
নির্দেশ
দেয়
লন্ডনের
ওয়েস্টমিনস্টার
কোর্ট,
গত
১২
সেপ্টেম্বর
পর্যন্ত
জেলের
ভিডিও
জমা
দিতে
হবে
আদালতে।
বিজয়
মাল্যর
আইনজীবী
দাবি
করেন,
জেলের
ভেতরের
পরিবেশ
যথেষ্ট
স্বাস্থ্যকর
নয়।
আলো-বাতাসের
অভাব
রয়েছে
সেখানে।
এরপরেই
জেলেএ
ভিডিও
দেখতে
চায়
আদালত।

No comments