"তৃণমূলের কোন কোন নেতা-মন্ত্রীর সাথে মুকুলের যোগ রয়েছে জানি", মুকুল-আতঙ্ক এবার মমতার গলায়?
নজরবন্দি ব্যুরোঃ এককালে তিনি ছিলেন তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত। দল ছেড়ে চলে আসার পর শাসক দলের মধ্যে একটা আতঙ্ক ছিল, তৃণমূলে বড়সড় ভাঙন ধরাবেন মুকুল। সেই ভয় যে এখনো কাটেনি তা বোঝা গেল খোদ তৃণমূল সুপ্রিমোর কথায়।
গত শুক্রবার নদিয়া জেলার নেতাদের নিয়ে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বৈঠক চলাকালীন তিনি বলে ওঠেন, "আমার কাছে সব খবর রয়েছে। কোন কোন নেতা মন্ত্রী মুকুলের সাথে গুজগুজ করে তা আমার অজানা নয়।" এরপরেই বৈঠকে উপস্থিত বেশ কিছু নেতার মুখে দেখা যায় অস্বস্তি। কারো বা মাথা নিচু হতেও দেখা যায়। শাসক দল সূত্রে খবর, নেত্রীর কোনো কথাই কেবল কথার কথা নেই। যথেষ্ট খোঁজ খবর নিয়ে তবেই তিনি কোনো কথা বলেন।
আর একথা ঠিক যে মুকুল রায়ের সাথে দলের অনেকেরই যোগাযোগ রয়েছে। দলে থাকাকালীন তার সংগঠনও যথেষ্ট ভালো ছিল। তাই মুকুল-আতঙ্ক থেকে বেরোতে পারছেন না শাসক দলের নেতৃত্ব। এমনকি সেই সুর শোনা গেল এদিন মমতার গলাতেও।
গত শুক্রবার নদিয়া জেলার নেতাদের নিয়ে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বৈঠক চলাকালীন তিনি বলে ওঠেন, "আমার কাছে সব খবর রয়েছে। কোন কোন নেতা মন্ত্রী মুকুলের সাথে গুজগুজ করে তা আমার অজানা নয়।" এরপরেই বৈঠকে উপস্থিত বেশ কিছু নেতার মুখে দেখা যায় অস্বস্তি। কারো বা মাথা নিচু হতেও দেখা যায়। শাসক দল সূত্রে খবর, নেত্রীর কোনো কথাই কেবল কথার কথা নেই। যথেষ্ট খোঁজ খবর নিয়ে তবেই তিনি কোনো কথা বলেন।
আর একথা ঠিক যে মুকুল রায়ের সাথে দলের অনেকেরই যোগাযোগ রয়েছে। দলে থাকাকালীন তার সংগঠনও যথেষ্ট ভালো ছিল। তাই মুকুল-আতঙ্ক থেকে বেরোতে পারছেন না শাসক দলের নেতৃত্ব। এমনকি সেই সুর শোনা গেল এদিন মমতার গলাতেও।

No comments