Header Ads

গোহত্যা সন্ত্রাসবাদের থেকেও বড়ো অপরাধ! বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার।

নজরবন্দি ব্যুরো: ‘সন্ত্রাসবাদীরা বড়জোর  ৪-৫ জনকে মারে, কিন্তু গোহত্যাকারীরা লক্ষ লক্ষ মানুষের আবেগে নিয়ে ছেলেখেলা করে ’। এই ভাবেই গোহত্যাকে সন্ত্রাসবাদের থেকেও বড়ো অপরাধ বলে প্রমাণ করলেন রাজস্থানের এক বিজেপি বিধায়ক।

 এই নিয়ে আলোয়ারের বিজেপি বিধায়ক জ্ঞানদেব আহুজার মতে, গোরুকে ‘মা’ মনে করেন এই দেশের লোকজন। আর তাই মায়ের অসম্মান কোনও ভাবেই মেনে নেওয়া হবে না বলে জানান তিনি। তাঁর মতে, গোহত্যা হলে মানুষের মধ্যে কিছু প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। আর তার ফলে কিছু ঘটনাও ঘটে যেতে পারে।

দিন পনেরো আগে গোরু পাচারের অভিযোগে রাকবর খান নামক একজন লোক গোরক্ষকদের আক্রমণের শিকার হন এবং ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। রাকবরকে হত্যার অভিযোগে যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে তাদের দ্রুত মুক্তি দেওয়ার দাবি করেন এই বিধায়ক। এর পাশাপাশি সোমবারই এই আলোয়ারে গোরুর মাংস নিয়ে যাওয়ার দায়ে তিন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, নিজেদের বাড়িতে গোরু মেরে তার মাংস বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাচ্ছিলেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.