Header Ads

জোরালো হচ্ছে মারাঠাদের সংরক্ষণের দাবি! আত্মহত্যার সংখ্যা বেড়ে ৫

নজরবন্দি ব্যুরো:এবার মরাঠাদের জন্য সংরক্ষণ চাই। আর সেই দাবিতে ক্রমশ অগ্নিগর্ভ হয়ে উঠছে মহারাষ্ট্র। মঙ্গলবার আরও এক ব্যক্তি আত্মহত্যা করেন। সব মিলিয়ে এই দাবিতে এখনও পর্যন্ত মোট পাঁচজন আত্মহত্যা করলেন।

জানা গিয়েছে, অভিজিৎ দেশমুখ নামে এক ব্যক্তি এদিন বাড়ির কাছেই একটি গাছে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেন। বিদের পুলিশ সুপার জি শ্রীধর বলেন, “মৃত ব্যক্তির দেহের কাছে একটা সুইসাইড নোট পাওয়া গিয়েছে। যেখানে বলা হয়েছে সংরক্ষণের দাবিকে সমর্থন করেই আত্মহত্যা করছেন তিনি।” এ ছাড়াও বেকারত্ব এবং ব্যাঙ্কের লোন না মেটানোর কারণকেও তুলে ধরেছেন তিনি।

 উল্লেখ্য, বেশকিছুদিন অগ্নিগর্ভ হয়ে রয়েছে মহারাষ্ট্র। আর তখন থেকে শুরু হয়েছে আত্মহত্যা। প্রথমে ঔরঙ্গাবাদের দুই ব্যক্তি আত্মহত্যা করেন। এর পর রবিবার আত্মহত্যা করেন আরও দু’জন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.