তিলোত্তমা কাঁপবে 'বঞ্চিত' শিক্ষকদের পদশব্দে! ঐতিহাসিক শিক্ষক সমাবেশ ৭ই অগাস্ট।#Exclusive
নজরবন্দি ব্যুরোঃ বেতন বৈষম্যের অভিযোগ জানিয়ে বারবার সরব হয়েছেন এই রাজ্যের প্রাথমিক শিক্ষকরা। তাঁদের অভিযোগ যোগ্যতার নিরিখে বেতন পাননা তাঁরা আর তাই কোন রাজনৈতিক দলের ছত্রছায়ায় না থেকেই নিজেদের দাবি সরকারের কাছে পৌঁছে দিতে একটি সংগঠন গড়ে কয়েক মাস আগে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন প্রাথমিকের বঞ্চিত শিক্ষক-শিক্ষিকারা।
এবার থেকে আপনার প্রিয় নজরবন্দি-কে পাবেন গুগুল প্লে স্টোরে। ডাউনলোড করুন নজরবন্দি অ্যাপ।
প্রাথমিক শিক্ষকদের সংগঠন ‘উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের তরফে বেতন বৃদ্ধির দাবিতে একাধিক আন্দোলন করা হয়েছে। চলতি মাসের ১লা তারিখে কলকাতায় বিকাশ ভবন অভিযান করেন তাঁরা।তাদের দাবি, সর্বভারতীয় NCTE নির্ধারিত যোগ্যতা অনুযায়ী প্রাথমিক শিক্ষকদের প্রাপ্য বেতন দিতে হবে।
এবার থেকে আপনার প্রিয় নজরবন্দি-কে পাবেন গুগুল প্লে স্টোরে। ডাউনলোড করুন নজরবন্দি অ্যাপ।
প্রাথমিক শিক্ষকদের সংগঠন ‘উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের তরফে বেতন বৃদ্ধির দাবিতে একাধিক আন্দোলন করা হয়েছে। চলতি মাসের ১লা তারিখে কলকাতায় বিকাশ ভবন অভিযান করেন তাঁরা।তাদের দাবি, সর্বভারতীয় NCTE নির্ধারিত যোগ্যতা অনুযায়ী প্রাথমিক শিক্ষকদের প্রাপ্য বেতন দিতে হবে।
জেলায় জেলায় উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের তরফে চলছে লাগাতার ডেপুটেশন কর্মসূচী। পাশাপাশি এখন চলছে সই সংগ্রহ অভিযান। নেওয়া হয়েছে এক অভিনব কর্মসূচি। প্রাথমিকে ন্যায্য বেতনের দাবিতে আগামী ৭ ই অগাস্ট বেলা ১০ টা থেকে কোলকাতায় সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত করে মিছিল শুরু হবে। মিছিল চলবে রাণী রাসমণি রোড পর্যন্ত! এই মিছিলে রাজ্যের অন্তত ৭৫% প্রাথমিক শিক্ষকের অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে।
ঠিক বেলা ১২ টায় রাণী রাসমণি রোডে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রাথমিক শিক্ষকদের ন্যায্য বেতনের সমর্থনে শিক্ষাজগতের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি বক্তব্য রাখবেন।এই সমাবেশকে সব দিক থেকে ঐতিহাসিক করে তুলতে বদ্ধপরিকর প্রাথমিক শিক্ষকরা।
ঠিক বেলা ১২ টায় রাণী রাসমণি রোডে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রাথমিক শিক্ষকদের ন্যায্য বেতনের সমর্থনে শিক্ষাজগতের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি বক্তব্য রাখবেন।এই সমাবেশকে সব দিক থেকে ঐতিহাসিক করে তুলতে বদ্ধপরিকর প্রাথমিক শিক্ষকরা।


No comments