সঙ্কটে হবু শিক্ষকরা! প্রকাশিত তালিকার ব্যাখ্যা কি? SSC-র কাছে হলফনামা তলব।
নজরবন্দি ব্যুরো: আবার বিতর্কে স্কুল সার্ভিস কমিশন। কলকাতা হাইকোর্ট বেশকিছু প্রশ্ন জানতে চায় স্কুল সার্ভিস কমিশনের কাছে। একাদশ-দ্বাদশ স্তরে শিক্ষক নিয়োগে এসএসসি প্রকাশিত তালিকা নিয়ে আগেই একাধিক প্রশ্ন উঠেছে।
এবার প্রকাশিত তালিকা নিয়ে এদিন স্কুল সার্ভিস কমিশনকে তিনটি প্রশ্ন করে হাইকোর্ট।
একইসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের হলফনামা চেয়েছে আদালত। ৬ সপ্তাহের মধ্যে ওই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি শেখর ববি সরাফ।এদিন কমিশনের কাছে আদালত জানতে চায়, ‘প্রকাশিত তালিকা’র সঠিক অর্থ কী? কমিশনের রুল অনুযায়ী কেন ১=১.৪ অনুপাতে এই মেধাতালিকা তৈরি হয়নি ? একইসঙ্গে উচ্চমাধ্যমিক স্তরে মোট শূন্যপদ তা হলফনামা দিয়ে স্কুল সার্ভিস কমিশনকে জানানোর নির্দেশ দেন। আবার কি এর ফলে নিয়োগ নিয়ে তৈরি হতে পারে সমস্যা! চিন্তায় হবু শিক্ষকরা।
এবার প্রকাশিত তালিকা নিয়ে এদিন স্কুল সার্ভিস কমিশনকে তিনটি প্রশ্ন করে হাইকোর্ট।
একইসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের হলফনামা চেয়েছে আদালত। ৬ সপ্তাহের মধ্যে ওই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি শেখর ববি সরাফ।এদিন কমিশনের কাছে আদালত জানতে চায়, ‘প্রকাশিত তালিকা’র সঠিক অর্থ কী? কমিশনের রুল অনুযায়ী কেন ১=১.৪ অনুপাতে এই মেধাতালিকা তৈরি হয়নি ? একইসঙ্গে উচ্চমাধ্যমিক স্তরে মোট শূন্যপদ তা হলফনামা দিয়ে স্কুল সার্ভিস কমিশনকে জানানোর নির্দেশ দেন। আবার কি এর ফলে নিয়োগ নিয়ে তৈরি হতে পারে সমস্যা! চিন্তায় হবু শিক্ষকরা।

No comments