Header Ads

অভিনেত্রী কঙ্গনা কি যোগ দেবেন গেরুয়া শিবিরে? জোর জল্পনা রাজনৈতিক মহলে।

নজরবন্দি ব্যুরোঃ সবার সামনেই কঙ্গনা দরাজ গলায় জানালেন, প্রধানমন্ত্রী পদের জন্য নরেন্দ্র মোদীই সব থেকে উপযুক্ত।আর এর থেকেই জল্পনা তবে তিনি কি গেরুয়া শিবিরে নাম লেখালেন?

কারণ তিনি বলেন ২০১৯–এর লোকসভা নির্বাচনে মোদীর জয়লাভ প্রয়োজন কারণ, একমাত্র তিনিই পারেন দেশকে দুর্নীতিমুক্ত করতে।সূত্রের খবর, শনিবার মুম্বইয়ে প্রধানমন্ত্রীর শৈশব নিয়ে তৈরি শর্টফিল্ম 'চলো জিতে হ্যায়'–এর প্রিমিয়ার ছিল। সেখানেই হাজির ছিলেন কঙ্গনা। বলি কুইন ছাড়াও সেখানে হাজির ছিলেন অক্ষয় কুমার, গুলশন গ্রোভার, আমিশা প্যাটেল, সঞ্জয় খান সহ আরও অনেক সেলেব।

 এছাড়া ছিলেন মুকেশ আম্বানি।শর্ট ফিল্মের স্ক্রিনিংয়ে এসে প্রধানমন্ত্রীর বিষয়ে কঙ্গনার সাম্প্রতিক মন্তব্যই তাঁর গেরুয়া শিবিরে যোগ দেওয়ার জল্পনাকে জোরালো করেছে | অনেকে আবার ব্যপারটাকে হাল্কা ভাবে নিতে চাইছেন না।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.