Header Ads

ভারতীয় জনতা পার্টির জন্য কি দাওয়াই দিলেন মদন মিত্র?

নজরবন্দি ব্যুরোঃ সারদা কান্ডে দীর্ঘদিন জেলে থাকার কারণে প্রচারের আলো থেকে কিছুটা দূরে ছিলেন। কিন্তু দলের সাথে তাঁর দূরত্ব কমেনি। বরাবর তিনি নিজেকে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ যোদ্ধা বলে পরিচয় দিয়েছেন। এবার পঞ্চায়েত ভোট উপলক্ষে বিজেপি বিরুদ্ধে তৃণমূলের হয়ে প্রচারের নেমে পড়লেন রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র।

গতকাল ইটাহারে একটি জনসভায় প্রচারের যান মদন মিত্র। ওই প্রচারে তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের বর্তমান পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ইটাহারের বিধায়ক অমল আচার্য।  এদিন জনসভায় বিজেপিকে 'কালনাগিনী'র সাথে তুলনা করেন মদন। বিজেপির 'অন্ধকারের খেলা' বন্ধ করতে রাজ্যবাসীর সমর্থন চান তিনি। এদিন একটি বিশেষ গানের উল্লেখ করে মদন বলেন, বিজেপি মিটিং করতে এলে সেই গানটি যেন শুনিয়ে দেয় ইটাহারবাসী।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.