পঞ্চায়েত ভোটের শুনানি আগামী মঙ্গলবার।
নজরবন্দি ব্যুরোঃ ঝুলে
রইল পঞ্চায়েত ভোটের নিরাপত্তা মামলার শুনানি। ফের শুনানি আগামী মঙ্গলবার। অন্য বেঞ্চের রায় দেখে প্রধান বিচারপতি জানাবেন তাঁর রায়। বিচারপতি নির্বাচন কমিশনের সমালোচনা করেছেন।কমিশনের কাজ নিরপেক্ষ নয় বলে মন্তব্য করেছেন। ৩ দফা থেকে ১ দফা তে ভোট নামিয়ে
আনার জন্য সমালোচিত রাজ্য নির্বাচন কমিশন। কমিশন নিরপেক্ষ ভাবে কাজ করবে এটাই কাম্য।কমিশন নিজেই আইনি জটিলতা তৈরি করছে। কমিশনের কাজ দেখে মানুষ ভ্রু কোঁচকাচ্ছে বলেছেন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের বেঞ্চ।

No comments