রোজ কত সাইকেল চলে? সেই নিয়ে কলকাতায় সাইকেল শুমারি।
নজরবন্দি ব্যুরোঃ শহরে
কত সাইকেল চলাচল করে? জানতে এবার সাইকেল শুমারির
করতে চলেছে একটি সংগঠন। কলকাতার সাইকেলপ্রেমীদের সংগঠন ‘কলকাতা সাইকেল সমাজ’ এই উদ্যোগ নিয়েছে। ২ মে থেকে কাজ শুরু হয়েছে। সংগঠনের পক্ষে জানা গেছে, সাইকেল আরোহীদের নিরাপত্তা ও শহরের বিভিন্ন প্রধান রাস্তায় সাইকেল লেনের দাবিতে নিয়মিত কর্মসূচি ও র্যালি করে তারা। দাবিদাওয়া নিয়ে প্রশাসনের সঙ্গেও কথা বলতে হয়। সেখানে প্রায়শই শহরের মোট সাইকেল আরোহীর সংখ্যা জানতে চাওয়া হয় প্রশাসন এর তরফ থেকে। কিন্তু এ সংক্রান্ত কোনও পরিসংখ্যান এত দিন ছিল না ওই সংস্থার কাছে তাই অনুমানভিত্তিক উত্তর দিতে হয়।
যে কারণে সাইকেলশুমার করে পরিসংখ্যান তৈরির উদ্যোগ নিয়েছেন সংগঠন। পাশাপাশি তাদের দাবি, কলকাতায় সাইকেলশুমার এই প্রথম। ২০০৭ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক ও
দীনেশ মোহন প্রথম মহানগরগুলিতে সাইকেলশুমারের উদ্যোগ নিয়েছিলেন। দেশের বেশ কয়েকটি শহরে তিনি সাইকেলশুমার করেছিলেন । কিন্তু কলকাতায় আজ পর্যন্ত হয়নি। কলকাতা সাইকেল সমাজ জানিয়েছে, শহরের রাস্তায় চলা যানবাহনের মধ্যে সাইকেল চলে মাত্র ১০ শতাংশ। যা দেশের অন্যতম শহরগুলির তুলনায় অনেক বেশি। তবে ঠিক সংখ্যা কারও কাছে নেই। সংগঠনের আহ্বায়ক শমীক সরকার বলেন, ‘এখন প্রশাসন সাইকেল আরোহীদের সুযোগ–সুবিধার বিষয়গুলি নিয়ে ভাবছে।
কয়েক বছর আগে এই পরিস্থিতি ছিল না। পরিস্থিতি অনেকটাই পাল্টেছে। এখন সাইকেল আরোহীদের ব্যাপক গুরুত্ব দিচ্ছে কলকাতা ট্রাফিক ডিভিশন। কিন্তু শহরে মোট কত সাইকেল চলে, আমরা বারবারই এই প্রশ্নের সম্মুখীন হই। প্রশাসন বা নেতা–মন্ত্রীদের সঙ্গে কথা বলতে গেলেও তাঁরা মোট সাইকেল আরোহীর সংখ্যা জানতে চান। তাই সাইকেল আরোহী গোনার উদ্যোগ নিয়েছি।’তিনি আরও জানান, গোটা মে মাস ধরে চলবে সাইকেলশুমা ।

No comments