Header Ads

ইতালির জাতীয় ফুটবল দলের কোচ হলেন মানচিনি


নজরবন্দি,শুভব্রত মুখার্জিঃ ইতালির জাতীয় দলের কোচ হলেন রবার্তো মানচিনি দুই বছরের চুক্তিতে ইতালির কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে ২০১৮ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারার জন্য জিয়েমপিয়েরো ভেঞ্চুরার পরিবর্তে মানচিনিকে নিয়োগ করা হল


২৮ মে সৌদি আরবের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ দিয়ে ইতালির কোচ হিসাবে অভিযান শুরু করবেন মানচিনি।এখন দেখার তাঁর হাত ধরে আগামী দিনে কতদূর উন্নতির পথে যেতে পারে ইতালির ফুটবল। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.