ঘুষ নিতে গিয়ে সিবিআই এর হাতে ধৃত ইসিএল কর্মী৷
নজরবন্দি,আসানসোল: ঘুষ নিতে গিয়ে সিবিআই এর হাতে ধরা পড়ল ইসিএলের এইচআরডি বিভাগের এক কর্মী। ধৃতের নাম সন্দীপ সাধু। জানা গিয়েছে, ইসিএলের( এইচআরডি) প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি নেওয়ার জন্য ওড়িশার এক যুবকের কাছ থেকে 50 হাজার টাকা ঘুস চেয়েছিল ওই কর্মী।এরপর ওই যুবক সিবিআই এর দ্বারস্থ হয়। বৃহস্পতিবার সন্দীপ সাধু ঘুসের টাকা নিয়ে গিয়ে হাতেনাতে ধরা পড়ে সিবিআই এর জালে৷

No comments