Header Ads

আপারের ফাইনাল ভ্যাকান্সি বাড়বে? কমিশনের বিরুদ্ধে আবার আদালতে যেতে চলেছেন চাকরি প্রার্থীরা!!

নজরবন্দি ব্যুরো: শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতা অনেক দিনের। একাধিক মামলাতে আটকে ছিল শিক্ষক নিয়োগ।আদালত নির্বাচনের আগে আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগের ছাড়পত্র দিলেও রাজ্য সরকারের অনীহা ও নির্বাচন কমিশন নিয়োগের ছাড়পত্র না দেওয়াতে নির্বাচনের আগে নিয়োগ আর সম্ভব নয়।

যদিও হবু শিক্ষকদের একটা অংশ নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আদালতের দ্বারস্থ হতে পারেন বলে জানা গিয়েছে। আর তার পরে কি পরিস্থিতি দাঁড়ায় তা আগাম বলা মুশকিল। তবে এই আপারের ফাইনাল ভ্যাকান্সি কত তা নিয়ে বেশ চিন্তা আছে হবু শিক্ষকদের মধ্যে।
সূত্রের খবর, এক আধিকারিক বলেন আপারের সিট কিছুটা বাড়বে। তবে কতটা বাড়বে তা এখনই বলা আমাদের পক্ষে মুশকিল। এখন দেখার বিষয় কবে আপারের সমস্যার সমাধান হয় এবং ফাইনাল ভ্যাকান্সি কতটা বাড়ে। আর সেই দিকে তাকিয়ে হবু মাস্টাররা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.