Header Ads

ভোটে না যেতে চাওয়া কর্মীদের জন্যে 'জটিল ফাঁদ পাতলো নির্বাচন কমিশন।

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য সরকার, নির্বাচন কমিশন এবং বিরোধীদের মধ্যে চলছে দড়ি টানাটানি। ১৪ মে ভোটের দিন ঘোষনা হলেও সেই দিনে ভোট গ্রহণ হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে মনোনয়ন জমা দেওয়ার দিন গুলিতে যেভাবে অশান্ত হয়ে উঠেছে রাজ্য তাতে ভোট থেকে পালানোর পথ খুঁজছেন ভোটকর্মীরা। কিন্তু তাদের জন্য এবার 'জটিল ফাঁদ পাতলো নির্বাচন কমিশন।
কোচবিহারে প্রায় ৭০০ জন ভোটকর্মীকে নিয়ে প্রশিক্ষণ পর্ব শুরু হয়েছে। সেখানে কোচবিহারের জেলা শাসক কৌশিক সাহা জানিয়েছেন, ভোটকর্মীদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ মেডিক্যাল বোর্ড। প্রশিক্ষণের পাশাপাশি তাদের জানানো হয়, অসুস্থতার অজুহাতে ভোটের ডিউটি থেকে নিস্তার পাওয়া যাবে না। অসুস্থতা পরীক্ষা করে দেখবে মেডিক্যাল বোর্ড। তারপরে যদি মনে করা হয় যে তার ছুটি দরকার তবেই মিলবে ছুটি। এদিন জেলা শাসক আরও বলেন, নির্বাচন চলাকালীন প্রতি দুঘন্টা অন্তর ভোটদানের শতাংশের হিসেব এসএমএস করে জানাতে হবে নির্বাচন কমিশনকে। নাহলে জবাবদিহি করতে হবে ওই প্রিসাইডিং অফিসারকে।
Loading...
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.