রানিগঞ্জ শহরকে যানজট মুক্ত করতে পুরসভার নতুন উদ্যোগ৷
নিজস্ব সংবাদদাতা,আসানসোলঃ—শহর আসানসোলের মত রানিগঞ্জ শহরকেও ঢেলে সাজাতে উদ্যোগী হল পুরসভা৷প্রথম ধাপেই শহরকে যানজট মুক্ত করতে তৎপর হলেন মেয়র৷শনিবার পুরসভার মহানাগরীক জীতেন্দ্র তিওয়ারী মহাশয় ,এম আই সি পূর্ণশশী রায় ও বোরোচেয়ারম্যান সদস্য রানিগঞ্জের নেতাজী সুভাষ রোড তথা এন এইচ ৬০পরিদর্শন করেন৷
যানজট মুক্ত করতে তিনি রাস্তাকে দুদিকে আড়াই ফুট চওড়া করার কথা বলেন৷একই সাথে বলেন সামগ্রিক স্বার্থে শহরকে ফুটপাথ দখলদারি মুক্ত করতে হবে৷তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন আগামী তিন দিনের মধ্যে এই কাজ শুরু হয়ে যাবে৷

No comments