মহিলাদের নিরাপত্তা নিয়ে রেলের প্রশাসনিক কর্মশালা।
নজরবন্দি,আসানসোল: ৫/৫/২০১৮ শনিবার সকাল এগারটায় আসানসোল রেলওয়ে ডিভিসনের ডি. আর. এম ভবনের নুতন বৈঠক হলে কর্মশালার আয়োজন করা হয়।রেলের আসানসোল ডিভিসনের সুরক্ষা বিভাগের ৮৩ জন অফিসার এবং কর্মীরা উপস্থিত ছিলেন।রেলের সুরক্ষা বিভাগ দ্বারা আয়োজিত এই কর্মশালায় রেলের বিভিন্ন জায়গায় এবং সফর রত মহিলা
যাত্রীরা যৌন হেনস্তার শিকার হচ্ছে সে সব প্রতিরোধ করার জন্য সচেতনাতা কর্মশালার আয়োজন করা হয়৷একই সাথে এদিনের কর্মশালা থেকে রেলে ভ্রমণরত মহিলাদের জন্যে ১৮২ নম্বরে একটি হেল্প লাইন চালু করা হয় ৷

No comments