বাংলার মুখ্যমন্ত্রী হবেন মহারাজ?
নজরবন্দি ব্যুরোঃ ক্রিকেট ছেড়ে রাজনীতিতে যোগ দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়? নামবেন মুখ্যমন্ত্রীত্বের দৌড়ে? সামনেই পঞ্চায়েত নির্বাচন। তবে কি 'দাদা'কে দেখা যাবে 'দিদি'র সাথে টক্কর দিতে?
আরে দাঁড়ান দাঁড়ান, এতো কিছু ভেবে ফেলবেন না যেন! আগে শুনুন কে বলেছেন যে বাংলার মুখ্যমন্ত্রী হবেন সৌরভ। এই ভবিষ্যদ্বাণীটি করেছেন বীরেন্দ্র শেহবাগ। তবে একেবারেই মজার ছলে। রাজনীটিতে আসার ব্যাপারে কোনো কথাই বলেননি সৌরভ।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের আত্মজীবনী 'আ সেঞ্চুরি ইজ নট এনাফ' বইটির প্রকাশ অনুষ্ঠানে এসছিলেন সৌরভের একসময়ের সতীর্থ বীরেন্দ্র শেহবাগ এবং যুবরাজ সিং। হাসিঠাট্টার ছলে এগোতে থাকে আড্ডা। সেখানে শেহবাগকে প্রশ্ন করা হয়, বিসিসিআই সভাপদে পদে কি বসবেন সৌরভ? এর জবাবে সবাইকে চমকে দিয়ে শেহবাগ বলেন, "আমি ১০০ শতাংশ নিশ্চিত, দাদা একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবেনই। তবে তারও আগে দাদা বিসিসিআই সভাপতি হবেন।" হাসিতে ফেটে পড়ে গোটা ঘর। এবার বুঝলেন তো কান্ডখানা কি!
আরে দাঁড়ান দাঁড়ান, এতো কিছু ভেবে ফেলবেন না যেন! আগে শুনুন কে বলেছেন যে বাংলার মুখ্যমন্ত্রী হবেন সৌরভ। এই ভবিষ্যদ্বাণীটি করেছেন বীরেন্দ্র শেহবাগ। তবে একেবারেই মজার ছলে। রাজনীটিতে আসার ব্যাপারে কোনো কথাই বলেননি সৌরভ।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের আত্মজীবনী 'আ সেঞ্চুরি ইজ নট এনাফ' বইটির প্রকাশ অনুষ্ঠানে এসছিলেন সৌরভের একসময়ের সতীর্থ বীরেন্দ্র শেহবাগ এবং যুবরাজ সিং। হাসিঠাট্টার ছলে এগোতে থাকে আড্ডা। সেখানে শেহবাগকে প্রশ্ন করা হয়, বিসিসিআই সভাপদে পদে কি বসবেন সৌরভ? এর জবাবে সবাইকে চমকে দিয়ে শেহবাগ বলেন, "আমি ১০০ শতাংশ নিশ্চিত, দাদা একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবেনই। তবে তারও আগে দাদা বিসিসিআই সভাপতি হবেন।" হাসিতে ফেটে পড়ে গোটা ঘর। এবার বুঝলেন তো কান্ডখানা কি!

No comments