বেকারদের চাকরি দেওয়ার নাম করে টাকা তুলে শ্রীঘরে খোদ মুকুল রায়ের শ্যালক!
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে বেকার চাকরি প্রার্থীদের চাকরির টোপ দিয়ে ঘুষ নেওয়ার ঘটনা বারবার প্রকাশ্যে এসেছে। এবার চাকরির নামে সাধারণ মানুষের টাকা হাতানোর দায়ের গ্রেপ্তার করা হল বিজেপি নেতা মুকুল রায়ের শ্যালক সৃজন রায়কে। দিল্লি বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযোগ, রেলে চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে অসংখ্য বেকার যুবক যুবতীর কাছ থেকে টাকা নিয়েছিল। মুকুল রায়ের রেলমন্ত্রী থাকার সুবাদে মুকুলের নাম করে এই কাজ পাইয়ে দেওয়ার কথা বলতো সে। কাঁচরাপাড়া রেল কোচ ফ্যাক্টরিতে চাকরি দেওয়ার নাম করে এই ঘুষ নিতো মুকুলের শ্যালক সৃজন। অবশেষে তাকে গ্রেপ্তার করে বীজপুর থানার পুলিশ। আজ ব্যারাকপুর আদালতে তাকে তোলা হবে।
তৃণমূলের একাধিক নেতা ব্যক্তি যারা মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ, তাদের দুর্নীতির নথি তাঁর কাছে আছে এবং সেই নথি খুব শিগগিরই প্রকাশ করবেন বলে উত্তরের জেলা গুলিতে ভোট প্রচারে গিয়ে হুমকি দেন মুকুল রায়। সেই সাথে তিনি বলেন, ওই নথি প্রকাশ্যে এলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভা টলে যাবে। কিন্তু সেসবের আগেই শ্যালক-কান্ডে বিপাকে পড়লেন মুকুল। রাজ্যে চাকরি নিয়ে বেকার যুবক যুবতীদের মধ্যে যখন হাহাকার তখন তাদের অসহায়তার সুযোগ নিয়ে টাকা হাতানোর অভিযোগ উঠলো মুকুলেরই শ্যালক সৃজন রায়ের বিরুদ্ধে। ফলে তৃণমূলকে চাপে ফেলার আগেই বেকায়দায় খোদ মুকুল।

No comments