Header Ads

বাম-কংগ্রেস জোটের সামনে মাথা তুলতেই পারবে না তৃণমূল! ধোপে টিকবে না বিজেপি! মিললো প্রমাণ।

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে সিপিআইএম এবং কংগ্রেস একসাথে জোট করে লড়ার ক্ষেত্রে বারবার জোর দিয়েছেন রাজ্য সিপিআইএম নেতৃত্ব। নেতিবাচক ফলের আশঙ্কায় বাধ সেধেছিল পলিটব্যুরোর একটা অংশ। কিন্তু তাদের আশঙ্কা যে অমূলক, বরং জোটের ধাক্কা যে শাসক দলের জন্য মারাত্মক হবে, সেই কথাই প্রমাণ হয়ে গেল এবার।

শিলিগুড়িতে বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বাম-কংগ্রেস জোটের কাছে গোহারা হারলো তৃণমূল কংগ্রেস। মোট ১৫টি আসনের মধ্যে বাম-কংগ্রেস জোট প্রার্থীরা পেয়েছেন ১৩টি আসন। মাত্র ২টি আসন পেয়েছে তৃণমূল। বিজেপির কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায়নি। এই প্রসঙ্গে শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যের প্রতিক্রিয়া, মানুষকে স্বাধীন ভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিলে 'কলকে পাবে না তৃণমূল'। এর থেকে প্রমাণ হয়ে যায়, সিপিআইএম এবং কংগ্রেস জোটের ফল ইতিবাচক। পাশাপাশি আরও একটা কথা প্রমাণিত, বাম এবং কংগ্রেসের জোটের পক্ষে সওয়াল করে কোনো ভুল করেননি ইয়েচুরি তথা রাজ্য সিপিআইএম নেতৃত্ব।

Loading...

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.